বুধবার-১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

মোটরসাইকেল দুর্ঘটনায় না ফেরার দেশে রাউজানের কিশোর মুশফিক

নিজস্ব প্রতিবেদক 

ঈদের তৃতীয় দিন মোটরসাইকেল দুর্ঘটনায় মুশফিকুর রহমান নামে ১৬ বছর বয়সী রাউজানের এক কিশোর নিহত হয়েছে। গত সোমবার সন্ধ্যার ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মুশফিক রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর সর্তা গ্রামের সাহেব বাড়ির মো.সারোয়ারের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন,ঈদের তৃতীয় দিন ফটিকছড়িস্থ আত্মীয় বাড়িতে বেড়াতে যান মুশফিক। সেখান থেকে ফেরার পথে দুই মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, মোটরসাইকেল নিয়ে ফটিকছড়ি বেড়াতে গিয়ে আমার ইউনিয়নের এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণের পরিবারের কারো কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করতে ফটিকছড়ি থানার ওসিকে বলে দিয়েছি।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype