নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান মুন্সির ঘাটা শাখার উপদেষ্টা বীর মুক্তিদযোদ্বা মাহবুল আলম শরীফের কবর জেয়ারত করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ নেতৃবৃন্দ্ব।গত মঙ্গলবার সন্দ্ব্যায় রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের লঙ্গরমুড়া জামে মসজিদের পাশে কবরস্থানে বীর মুক্তিযোদ্বা মাহবুল আলমের কবর জেয়ারত করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সভাপতি আলহাজ্ব রেজাউল আলী চৌধুরী জসিম। এসময়ে আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী মনসুর, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদ সদস্য মনজুরুল ইসলাম চৌধুৃরী, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম,এসএম মহিবুল্লাহ, জাকের হোসন মাস্ট্রার, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা সমন্বয়ক মামুন মিয়া, আনিস উল খান বাবর, সাদিকুজ্জামান সফি, নাজিম উদ্দিন কালু, মাওলানা মহিম উদ্দিন, নেজাম উদ্দিন, মনসুর উদ্দিন, মোরশেদ আলম, কাজী আসলাম, নাসির উদ্দিন, জসিম উদ্দিন, রাসেল সহ হক কমিটির বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ্ব। বীর মুক্তিযোদ্বা মাহবুল আলম শরীফের কবর জেয়ারত শেষে মরহুম আবদুল নুরের কবর, মরহুম আবুল কালাম সওদাগরের কবর জেয়ারত করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সভাপতি আলহাজ্ব রেজাউল আলী চৌধুরী জসিম সহ হক কমিটির নেতৃবৃন্দ্ব । কবর জেয়ারত শেষ করে সুলতানপুর, দলিলাবাদ, রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডে ও ৯ নং ওয়ার্ডে হক কমিটির নেতৃবৃন্দ্বের বাসায় উপস্থিত হয়ে ঈদের শুভেচ্ছা বিণিময় করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সভাপতি আলহাজ্ব রেজাউল আলী চৌধুরী জসিম।