রামগড়(খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা
রামগড়ে “নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০২০ পালিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা সম্মেলন কক্ষে এক অালোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সজীব কান্তি রুদ্র’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান আঞ্জুম, পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, পাতাছড়া ইউপি সচিব মিজানুর রহমান, সাংবাদিক করিম শাহ, উপজেলা তথ্য আপা শাপলা আক্তার, ইউপি সদস্য করনো সহ প্রমুখ। এসময় বক্তারা জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরে বলেন, জন্ম নিবন্ধন শিশু বয়স্ক সকল নাগরিকের সাংবিধানিক অধিকার। তাই নিবন্ধন তৈরীতে যাচাই-বাচাই সংশ্লিষ্টদের দায়িত্ব যাতে সেবাগ্রহীতা কোনধরনের হয়রানির স্বীকার না হন। এসময় শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে তার জন্মনিবন্ধন নিশ্চিত করতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান ।