বুধবার-৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ-১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ-১১ই জিলকদ, ১৪৪৪ হিজরি

ফটিকছড়িতে পাটিয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

ইতিহাস৭১ডেস্ক:চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ির ঐতিহ্যবাহী পাটিয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ও বিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রাখা মরহুম আবুল হোসেন চৌধুরীর স্মরণে আলোচনা সভা ও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ও লেখক, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য, মাইজভাণ্ডারী আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন “জ্যোতি ফোরামের” প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহেদ আলী চৌধুরীর সভাপতিত্বে ও ফটিকছড়ি ইউ আর সির ইন্সট্রাক্টর হোসাইন মোঃ এমরান এর উদ্বোধনের মধ্য দিয়ে পাটিয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আবুল কাসেম ফারুকীর স্বাগত বক্তব্য, সহকারী শিক্ষক অনুপম ভট্টাচার্যের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ হাসানুল কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাসান মুরাদ,শরীফুল ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি নাজমুল হাসান চৌধুরী (হেলাল), অভিভাবক কমিটির সভাপতি আহসানুল কবির চৌধুরী (সাজ্জাদ), বাবু রিপন বড়ুয়া, হারুয়ালছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জানে আলম, হুমায়ুন কবির চৌধুরী রাশেদ,সাগর চৌধুরী, শাহজাহান মেম্বার, বাবু সুকান্ত বড়ুয়া, বাবু পরিতোষ বড়ুয়া, শামসুল আলম চৌধুরী, সজীবুল হাসান চৌধুরী, সাজীদুল হাসান চৌধুরী,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ নাছির উদ্দীন, মোঃ ইমাম হোসেন, কামরুল ইসলাম চৌধুরী রাফি। সম্মানিত শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবু সালেহ, মোঃ আজগর আলী, কাজী হুরে মাখসুরাত, শারমিন মান্নান নিশাতসহ পাটিয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ ও পিটিএ, সকল পদের কর্মকর্তা-সদস্য, অভিভাবক, বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী সহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype