লোকমান আনছারী রাউজান চট্টগ্রাম :আহলে সুন্নত ওয়াল জমাআত রাউজান উপজেলা(দ:) এর উদ্দ্যাগে স্বাধীনতা যুদ্ধের সকল শহীদের স্মরণে আহলে সুন্নাত এর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৫ মার্চ বাদে জোহর নোয়াপাড়া মাদানী মসজিদ প্রাঙ্গনে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ রাউজান উপজেলা দক্ষিণের সভাপতি অধ্যক্ষ এস এম আবু মোস্তাক আলকাদেরীর সভাপতিত্বে সাধারন সম্পাদক মাওলানা জিল্লুর রহমান হাবিবী ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আমান উল্লাহ আমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্জুমান রির্চাচ সেন্ট্রারের মহাপরিচালক আল্লামা এম এ মান্নান (মা:জি:আ), এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ ইলিয়াস নুরী, আন্জুমানে খোদ্দামুল মোসলেমীন ইউ.এ.ই কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা আলহাজ মাহবুবুর রহমান হাবিবি,ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক সৈয়দ মুহাম্মদ হোসাইন,জনাব ছালামত উল্লাহ বাবুল,গাউছিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা দক্ষিণের সভাপতি আবু বকর সওদাগর, সাধারণ সম্পাদক মুহাম্মদ হানীফ এতে আরো উপস্তিত ছিলেন মাওলানা মহিউদ্দিন ক্বাদেরী, এ.টি.এম নাছিম,নজরুল ইসলাম,আনোয়ার হোসাইনন শাওন, জয়নাল আবেদিন জাবেদ, সৈয়দ মোহাম্মদ গোলাম কিবরিয়া, মুহাম্মদ নঈমুল মোস্তফা,এনামুল হক মুন্না, মোহাম্মদ কায়েছ উদ্দীন, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ ফারহান,শাহজাদা ইমদাদুল হক ইমতিয়াজ, শওকত আলী,আজিজুর রহমান, জুনাইদুল হক হৃদয়, আনিছুল মোস্তাফা,মাওলানা সাজ্জাদুল ইসলাম নাঈম, মুহাম্মদ ইয়াছিন আরাফাত, মোহাম্মদ ফরহাদ কায়সার,মোহাম্মদ আশরাফুল মারুফ, মুহাম্মদ এহসান, এসএম হাসান, মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ সাঈদ, মুহাম্মদ আরাফাত প্রমুখ।