
রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলায় সরকারী খাসঁ জমিতে নির্মান করা আশ্রয়ন প্রকল্পের ৮শত ৩৯টি ঘরের মধ্যে ৬শত ১৬টি আশ্রয়ন প্রকল্পের নির্মান করা ঘর পুর্বেই ৬শত ১৬টি দরিদ্র ভূমিহীন-গৃহহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বিনামূল্যে জমিসহ সেমি-পাঁকা ঘর হস্তান্তর করা হয়েছে।বুধবার (২২ মার্চ) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ পর্যায়ে সারা দেশের ৭টি জেলার ১৫১টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন মুক্ত এবং একযোগে ৩৯,৩৬৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের পর পর অবশিস্ট ২শত ২৩টি আশ্রয়ন প্রকল্পের নির্মান করা ঘরের চাবী ও দলিল ভুমিহীন দরিদ্র পরিবারের মধ্যে হস্তান্তর করেন। এসময়ে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। এতে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার,রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ সহ রাউজান উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।