সোমবার-১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ-৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ-১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

ঘিওরে রমজান আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত

আল মামুন মানিকগঞ্জ:বিদ্যালয় হল রুমের এক পাশে বসেছে নবাগত শিক্ষার্থীরা যাদের চোখেমুখে জলজল করছে বিষ্ময়ের আলো। অপর পাশে ছলছল চোখে বিদায়ের অপেক্ষায় বসে আছে বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থীরা। শিক্ষকদের মাঝে একদিকে যেমন আছে নতুনদের বরণ করার আনন্দ অপর দিকে আছে পুরাতনদের বিদায় দেবার বেদনা। এমনি এক পরিবেশে বরণ করা হলো মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা রমজান আলী আদর্শ উচ্চ বিদ্যালয় স্কুলের নবাগত শিক্ষার্থীদের, অপরদিকে বিদায় জানানো হলো এসএসসি পরীর্ক্ষাীদের।

২২ মার্চ বুধবার সকাল ১১ ঘটিকার সময় স্কুল হল রুমে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আয়নাল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আশরাফ হোসেন।

এ সময় মোঃ আয়নাল হক বলেন, আমি জিপিএ-৫ বলতে কিছু বুঝি না। তোমরা সকলে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবে। তোমাদের একজন শিক্ষিত সৎ মানুষ হতে হবে। জীবনে তোমাদের যা ভাল লাগে তাই করবে। কর্ম করে কোনো ফল আশা করবে না। তোমাদের যাত্রা সফল হোক, সুন্দর হোক আগামীতে তোমরা সামনে এগিয়ে যাও। কিন্তু শুধু পড়াশোনা করলেই হবে না। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতির সাথে যুক্ত থাকতে হবে। কারণ বিপথ থেকে সাংস্কৃতিই টেনে আনতে পারে।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আশরাফ হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের কাছে আমাদের সকলের প্রত্যাশা তোমরা অবশ্যই প্রত্যেকে জীবনে সফল হবে। একটি কথা আছে, ‘যদি জন্মেছো, একটি দাগ রেখে যাও।’ অর্থ্যাৎ তোমরা এই পৃথিবীতে এসেছো আবার চলেও যাবে। পড়াশোনা করে যদি ভালো ব্যক্তিত্ব হতে পারো তবেই তোমরা দাগ কাটতে পারবে। তোমাদেরকে আর কেউ ভুলবে না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype