আল মামুন মানিকগঞ্জ:মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ১৬ নং ছোট বন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শরিফুল ইসলাম সুবাশের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা উপ – সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র ভৌমিকসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বূন্দ।
বুধবার ( ১৫ ) সকাল বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে শুরু হয় এ ক্রীড়া প্রতিযোগিতা। দৌড়, বালিশ বদল, দীর্ঘ লম্ফ, মোরগ লড়াই, ব্যাঙ দৌড়সহ নানা ধরণের প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যান্যদেরমধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক বৃন্দ।