শনিবার-৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

এক বছরে বদলে দিয়েছে সিংজুরী ইউনিয়নের চিত্র

আল মামুন মানিকগঞ্জ:মানিকগঞ্জের ঘিওর উপজেলায় প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের অর্থায়নে ২ নং সিংজুরী ইউনিয়নের চিত্র এক বছরের মাথায় বদলে দিলো ইউপি চেয়ারম্যান আবু মোঃ আসাদুর রহমান মিঠু। ইউনিয়নের নানা সমস্যা ও অনিয়মসহ দূর্নীতিতে জর্জরিত ছিলো সিংজুরী ইউনিয়ন পরিষদ। এক সময় পুরো ইউনিয়ন জুড়ে ছিলো অগোছালো ও জনসাধারণের জনদুভোগের শেষ ছিল না। নামে মাত্র ছিল রাস্তা-ঘাট, মানুষের চলাচলের ছিলো জনদুর্ভোগ। সেই চিত্র এখন আর চোখে পড়েনা। গ্রামীণ জনপদ এখন উন্নত সেবার এক অনন্য দৃষ্টান্ত। ২ নং সিংজুর ইউনিয়নের জনগণ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউপি চেয়ারম্যানের উপর সন্তোষ্ট এখন ।

স্থানীয় এলাকাবাসীরা জানান আবু মোঃ আসাদুর রহমান মিঠু চেয়ারম্যান হওয়ার পর সরকারের অর্থয়ানে বদলে গেছে ইউনিয়নের উন্নয়ন, আইন শৃঙ্খলা ও সকল রাস্তাঘাট।

ইউনিয়নের ইউপি সদস্য, মোঃ ইউসুফ আলী, সংরক্রিত মহিলা সদস্য হাজেরা আক্তার হ্যপী ইউপি সদস্য মোঃ সেলিম মিয়াসহ স্থানীয় এলাকার ,
আকবর আলী, মকসেদ, মনিরুল ইসলামসহ সর্বস্তরের মানুষ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউপি চেয়ারম্যানের উপর সন্তোষ্ট । তাহারা বলেন, মিঠু চেয়ারম্যান হওয়ার পর এক বছরে বদলে দিলো ইউনিয়নের চিত্র।

সিংজুর ইউপি চেয়ারম্যান আবু মোঃ আসাদুর রহমান মিঠু বলেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উদ্দেশ্যে ডিজিটাল করণের প্রত্যয় রেখে সিংজুরী ইউনিয়নের রাস্তা-ঘাট, কালভার্ট করে যাচ্ছি এছাড়াও নিজের অর্থায়ন দিয়ে ইউনিয়নের হাজারো মানুষের যাতায়াতের রাস্তা তৈরি করে দিয়েছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype