রাউজান প্রতিনিধি :চট্টগ্রামের রাউজান উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মদিন উপলক্ষে উরকিরচর ইউনিয়নে আবুরখীল খেলোয়াড় সমিতির আয়োজনে আবুরখীল খেলোয়ার সমিতি ও চট্টগ্রাম মর্ণিং ফিটনেস জোন এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।শনিবার আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ত্রিদিপ কুমার বড়ুয়া,কে এম শিপিং লাইনস এর পরিচালক মসিউল আলম স্বপন,মোহাম্মদ বাদশা,প্রাক্তন ফুটবলার দীনেশ চন্দ্র বড়ুয়া,নেপাল চন্দ্র বড়ুয়া, প্রাক্তন ফুটবলার অমলেন্দু বিকাশ বড়ুয়া,কাস্টম কর্মকর্তা সজিব বিকাশ বড়ুয়া (টুটুল),
সাবেক ইউপি সদস্য অমিত বিজয় বড়ুয়া, ইউপি সদস্য তাপস বড়ুয়া,দিবস বড়ুয়া,শিক্ষক সুজিত বরণ বড়ুয়া,মাস্টার দুলাল বড়ুয়া,কিরন বড়ুয়া,লায়ন স্বরুপ বিকাশ বড়ুয়া,খেলোয়ার সমিতির সাধারণ সম্পাদক বাবু সত্যজিৎ বড়ুয়া,অলকেশ বড়ুয়া তপু,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এমরান হোসেন মনির,সাংবাদিক রতন বড়ুয়া সাংবাদিক জুয়েল বড়ুয়া,সমাজ সেবক কাঞ্চন বড়ুয়া ,আমেরিকা প্রবাসী মুন্না বড়ুয়া প্রমূখ।উক্ত খেলায় আবুরখীল খেলোয়ার সমিতির পক্ষে ছিলেন দেবাশীষ বড়ুয়া দেবু,অসীম কুমার বড়ুয়া (অপু), আশু বড়ুয়া,বরুন দেওয়ান, রাশু বড়ুয়া,প্রদীপ বড়ুয়া,রতন বড়ুয়া,শ্যামল বড়ুয়া,ওয়াশিংটন বড়ুয়া,অনুপ বড়ুয়া, প্রকাশ বড়ুয়া,শিপুল বড়ুয়া,এপোলো বড়ুয়া,অয়ন বড়ুয়া,পুর্ন বড়ুয়া,খেলায় মর্নিং
ফিটনেস জোন চট্টগ্রাম আবুরখীল খেলোয়ার সমিতিকে ৩-১ গোলে পরাজিত করে বিজয় লাভ করেন।