
লোকমান আনছারী রাউজান চট্টগ্রাম :দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মাছের পোনা অবমুক্ত করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।১৮ মার্চ শনিবার রাউজানের অংশ সর্ত্তার ঘাট এলাকায় নদীতে মাঝারি আকারের ৩০০ কেজি রুই, কাতলা, কালি বাউশ, মৃগাল মাছ অবমুক্ত করা হয়। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, ‘হালদায় জালপাতা, মাছ শিকার, ইঞ্জিন চালিত নৌযান চলাচল,ড্রেজার দিয়ে বালু উত্তোলন সম্পুর্ণ নিষিদ্ধ আছে। এসব কাজে কেউ জড়িত থাকলে তাদের সনাক্ত করে আইনের হাতে সোপর্দ করতে হবে।উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন,পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান,পৌর কাউন্সিলর আলমগীর আলী,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভা কর, আব্দুল্লাহ আল মামুন,কৃষি অফিসার ইমরান হোসেন,উপজেলা যুবলীগের সহ সভাপতি সুমন দে সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।