রাউজান প্রতিনিধি :রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের সুলতানপুরে দুইশত বৎসরের পুরাতন মুছা খাঁ জামে মসজিদের পুনঃ নির্মান কাজ শুরু করা হয়েছে। প্রাচীন মুছা খাঁ জামে মসজিদ এর পুনঃনির্মান কাজের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।১৮ মার্চ শনিবার দুপুরে মুছা খা জামে মসজিদের পুনঃনির্মান কাজের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে ও আ, ন, ম ওয়াহিদ দুলালের সঞ্চালনায় অনুষ্টিত মসজিদের পুনঃনির্মান কাজের উদ্বোধনী অনুষ্টানে আরো বক্তব্য রাখেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Discussion about this post