লোকমান আনছারী রাউজান চট্টগ্রাম :চট্টগ্রামের রাউজান উপজেলায় উরকিরচর ইউনিয়নের আবুরখীল নন্দনকানন বিদর্শন বিহারের নবনির্মিত ভবন ও ভদন্ত সংঘানন্দ থের মহাথের বরণ অনুষ্ঠান শুরু হয়েছে।
৯ মার্চ সকালে বিদর্শন বিহার প্রাঙ্গণে এই উদ্বোধন অনুষ্ঠানে শান্তি শৃংখলা উপ-পরিষদের চেয়ারম্যান সাবেক ইউপি সদস্য অমিত বিজয় বড়ুয়া জুনুর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়কারী দেবাশীষ বড়ুয়া, অঞ্চল কুমার তালুকদার, অর্থ সম্পাদক দিলিপ বড়ুয়া, শিক্ষক খগেন্দ্র লাল বড়ুয়া, প্রবীর বড়ুয়া,ইউপি সদস্য দিবস বড়ুয়া, স্বদেশ বড়ুয়া খুলু, ডাক্তার প্রবেশ বড়ুয়া,সাংবাদিক রতন বড়ুয়া, সংগঠক বরণ বড়ুয়া বাবু,নির্মল বড়ুয়া বাবু, সন্জয় বড়ুয়া, পলাশ বড়ুয়া, হিল্লোল বড়ুয়া পলাশ,সেতু বড়ুয়া ,রিমন বড়ুয়া, রুবেল বড়ুয়া প্রমুখ।