
আল মামুন মানিকগঞ্জ :
মানিকগঞ্জে সংবাদ সংগ্রহ করে ফেরার পথে হামলার শিকার হয়েছেন সাম্প্রতিক দেশকাল ও আলোকিত বাংলাদেশ পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি দেওয়ান আবুল বাশার।
মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার পূর্ব হাসলি থেকে ফেরার পথে মিতরা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তীব্র নিন্দা ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মানিকগঞ্জে কর্মরত সাংবাদিকরা।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।