সোমবার-১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ-৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ-১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

রাউজানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

লোকমান আনছারী রাউজান চট্টগ্রাম :স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ প্রতিপাদ্য সারাদেশের মতো চট্টগ্রামের রাউজান উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।এই উপলক্ষে বৃহস্পতিবার( ৯ মার্চ) বিকালে রাউজান উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় র‌্যালী,ভূমিকম্প,অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার।বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল।রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোর্শেদ এর সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম, প্রথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, উপজেলা মৎস্য কর্মকর্তা পীযূষ প্রভাকর, আবদুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন অফিসার শাহ-ই জাহান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম, চেয়ারম্যান শফিকুল ইসলাম, রবিন্দ্র লাল চৌধুরী, নুরুল আবছার বাশি, মুক্তিযোদ্ধা ইউছুপ খান,মুক্তিযোদ্ধা হাসেম চৌধুরী। ফায়ার সার্ভিসের ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় অংশ নেন ফায়ার সার্ভিসের কর্মী ও স্কুল শিক্ষার্থীরা।এতে আগুন নিভানোর কৌশল, আহতদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা নানান দুর্যোগ প্রশমনের মহড়া দেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এই মহড়া হাতে কলমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়।

 

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype