মঙ্গলবার-১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এমপি’র জন্য দোয়া চাইলেন মেয়র জমির উদ্দিন পারভেজ

লোকমান আনছারী রাউজান চট্টগ্রাম: রাউজান পৌর সভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, বর্তমান সরকার সরাদেশে উপজেলা পর্যায়ে একটি করে আধুনিক মডেল মসজিদ নির্মাণ করছেন। ইতিমধ্যে শতাধিক মসজিদ নির্মাণ কাজ শেষ হয়েছে। রাউজানের সাংসদের প্রচেষ্টায় রাউজানে দৃষ্টিনন্দন মডেল মসজিদ নির্মাণ কাজ এগিয়ে চলছে। রাউজানে প্রতিটি মসজিদের আধুনিকায়নে জন্য সংসদ সদস্য অর্থ বরাদ্দ নিয়ে এবাদতকারী মুসল্লির জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই। এবিএম ফজলে করিম চৌধুরী এমপি ইসলামের একজন প্রকৃত বন্ধু হিসাবে কাজ করছেন। সকল নামাজিরদের উচিৎ সাংসদের জন্য নামাজ পড়ে দোয়া করার। তিনি গতকাল সোমবার রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডে রহমাতুল্লিল আলামীন জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর শওকত হাসান চৌধুরী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন সহ স্থানীয় মুসল্লিরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype