
লোকমান আনছারী রাউজান চট্টগ্রাম :মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে একটি মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সেখানে উচ্চ শিক্ষা নিতে যাওয়া শিক্ষার্থী মুহিত ইসলাম এর লাশ দেশে এসেছে।বিমান বন্দর থেকে নিজ বাড়ি রাউজানের সুলতানপুর নিয়ে আসার পর এলাকায় শোকে ছায়া নেমে আসে। পরে তার লাশের জানাজার নামাজ রাউজান দারুল ইসলাম কমিল এম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। গতকাল ৬ মার্চ সোমবার বিকাল ২টার অনুষ্ঠিত জানাজার নামাজে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ সহ রাজনৈতিক, সামাজিক, সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে শিক্ষার্থী মুহিত ইসলামের লাশ দাফন করা হয়। নিহত শিক্ষার্থীর মুহিত ইসলাম (২২) রাউজান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাউজান পৌর ৮নং ওয়ার্ডের আবদুল মালেক পোষ্ট মাস্টার বাড়ীর বাসিন্ধা আবু মাসুদ আজাদের একমাত্র সন্তান। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরের সড়ক দুর্ঘটনায় মুহিত গুরুতর আহত হয়েছিলেন। সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ ফেব্রুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।