মঙ্গলবার-১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাউজান উপজেলা প্রশাসন ও আ.লীগের পৃথক ঐতিহাসিক ৭মার্চ পালিত

লোকমান আনছারী রাউজান চট্টগ্রাম :রাউজানে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে ৭ মার্চ রাউজান উপজেলা প্রশাসন, রাউজান থানা, রাউজান পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পক্ষ থেকে মুক্তিযুদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর পক্ষে রাউজান উপজেলা আওয়ামী লীগ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, র‌্যালীর আয়োজন করা হয়। রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। রাউজান উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ে। রাউজান পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। রাউজান পৌরসভার হল রুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, রাউজান পৌরসভা কৃষক লীগের সভাপতি আলী আজগর চৌধুরী, কৃষক লীগ নেতা এম এন আবছার, ছাত্রলীগ নেতা দিপলু দে, তানভীর, আশিফ, নাসির উদ্দিন, ফয়সাল মাহমুদ, যুবলীগ নেতা সাবের উদ্দিন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype