রাউজান প্রতিনিধি :চট্টগ্রামের রাউজান উপজেলায় উরকিরচর ইউনিয়নে হযরত লাল মিঞা শাহ তৃতীয় রাত্রীকালীন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার রাতে উরকিরচর লাল মিয়া শাহ মেলার মাঠে আয়োজিত এ টুনামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।উরকিরচর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও টুর্নামেন্টের আয়োজক মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মোহাম্মদ পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লাইকি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আলী আকবর মিন্টু। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ নুরুল আলম।বিশেষ অতিথি ছিলেন হযরত লাল মিঞা শাহ ফার্ণিচার গ্যালারির স্বত্বাধিকারী মোহাম্মদ মোরশেদ আলম,রাউজান প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক লোকমান আনছারী,আরো উপস্থিত ছিলেন,নাসির, মনিক,টিপু,মুন্না,রহিম,মানিক,হাসান,সাজ্জাদ,বাবু,হিরা,সাকিব প্রমূখ।উক্ত খেলায় হযরত লাল মিঞা শাহ ফারণিচার গ্যালারি ২-০ গোলে বহদ্দার হাট সেভেন স্টার কে পরাজিত করে বিজয় লাভ করেন। খেলা পরিচালনায় ছিলেন আব্দুল করিম,নয়ন ও আমান।