রবিবার-১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাউজানে সালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:ট্টগ্রামের রাউজান উপজেলায় ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। মার্চ রবিবার বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি স্বপন দাশগুপ্ত। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দোলোয়ার হোসেন। বিশষ অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, উপজেলা একাডেমীক সুপার ভাইজার সজল চন্দ্র চন্দ। শিক্ষক হাবিবুল হোসাইন ও ফরিদা ফয়েজের সঞ্চালনায় বক্তব্য রাখেন কফিল উদ্দিন, মো. কফিউল্লাহ, কুসুম চৌধুরী, সাবরিনা পারভিন। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে ছিলেন শিক্ষিকা নিলু দাশ। উপস্থিত ছিলেন শিক্ষিকা মমতাজ বেগম, শিউলি ধর, খতিজা বেগম, আশেকা আকতার, পুষ্পিতা দাশ, রেজাউল আমীন, নিরুপম দাশ, মো. ইলিয়াছ, শিবু চক্রবর্তী, কামাল উদ্দিন, শ্রীমান দাশ, মনি আকতারসহ শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype