
লোকমান আনছারী রাউজান চট্টগ্রামলে :খাপড়ার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের পারদর্শী করে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান করে সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি মান সম্মত ক্রীড়াবিদ গড়ে তুলতে শিক্ষকদের নিরলস ভাবে কাজ করতে হবে।রাউজানের গহিরা আবদুল জব্বার ইয়াংমেন সোসাইটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি একথা বলেন। ২০ ফেব্রুয়ারী সোমবার সকালে গহিরা আবদুল জব্বার ইয়াংমেন সোসাইটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্টিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ডাঃ দিপক সরকার । স্কুলের প্রধান শিক্ষক হাবিবুল হকের সঞ্চলনায় অনুষ্টিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী ইকবাল, রাউজান উপজেলা কৃষক লীগের সভাপতি পৌর কাউন্সিলর আলমগীর আলী, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, ক্রীড়া ব্যক্তিত্ব সুমন দে, রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইরফান আহম্মদ চৌধুরী, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু প্রমুখ । বিভিন্ন ইভেন্টে স্কুলের শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন ।