
লোকমান আনছারী রাউজান: চট্টগ্রামের রাউজান উপজেলায় পূর্বগুজরা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫২ সালের ভাষা আন্দোলনের ছাত্রদের ভূমিকা নিয়ে এক স্মৃতিচারণ সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল শাহ্ এর সভাপতিত্বে, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ জহির উদ্দীনের সঞ্চালনায় ২১ ফেব্রুয়ারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মোহাম্মদ আলী, শিক্ষানুরাগী সদস্য সাংবাদিক এম. রমজান আলী, জমির ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অসিত বরণ ধর। স্মৃতিচারণে অংশ নেন সিনিয়র শিক্ষক আতিক উল্লাহ চৌধুরী, পংকজ কুমার ধর, মোহাম্মদ জাবের উদ্দীন, শুভ্রা বড়ুয়া, বেবী আক্তার, স্বপন দাশ, মুহাম্মদ জাহেদুল আলম, রুমি দাশ। সভা শেষে মহান ভাষা আন্দোলনের শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয় এবং শহীদের রুহে আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।