লোকমান আনছারী রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্টিত হয়েছে ।২০ ফেব্রুয়ারী সোমবার সকালে রাউজান উপজেলা পরিষদ মাঠে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এম,পি।রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে ও রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নিস্কন চৌধুরীর সঞ্চলনায় অনুষ্টিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল,রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুৃয়ানুল ইসলাম, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ,রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন। অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার সরোয়ার জাহান, রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা মৎস অফিসার পিযুষ প্রভাকর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর আলম দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, নুরুল আবছার বাশি, রবিন্দ্র লাল চৌধুরী, আব্বাস উদ্দিন আহম্মদ, সাহাবুউদ্দিন আরিফ, নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী, ভুপেশ বড়ুয়া, সৈয়দ আবদুল জব্বার সোহেল, বাবুল মিয়া, রোকন উদ্দিন, বিএম জসিম উদ্দিন হিরু, সরোয়ার্দি সিকদার। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ৪৩টি শিক্ষা প্রতিষ্টান ১৪টি ইউনিয়ন পরিষদ, রাউজান পৌরসভা, রাউজান উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগ থেকে ৬৩টি ষ্টল বসে । স্টলগুলোতে বিভিন্ন প্রকার প্রযুক্তি উদ্ভাবন করেন শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্টানের কর্মকর্তারা ।
Discussion about this post