দেশব্যাপী আজ থেকে সারাদেশে ১৫ দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে।
এই কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামেও আজ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়।
সকালে চট্টগ্রাম নগরীতে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে নগরীর ৪১ টি ওয়ার্ডের কোনরকম বিরতি ছাড়াই প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কর্মসূচি চলবে।
এ ক্যাম্পেইন চলাকালে নগরীর ৫লাখ ৩৩ হাজারেরও বেশি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সে ৮১ হাজার ৫শো এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ৪ লাখ ৫২ হাজার শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
এই কার্যক্রমকে সফল করতে প্রায় ২ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।