শনিবার-৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আজ থেকে ১৫ দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে।

 

দেশব্যাপী আজ থেকে সারাদেশে ১৫ দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে।
এই কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামেও আজ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়।
সকালে চট্টগ্রাম নগরীতে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে নগরীর ৪১ টি ওয়ার্ডের কোনরকম বিরতি ছাড়াই প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কর্মসূচি চলবে।
এ ক্যাম্পেইন চলাকালে নগরীর ৫লাখ ৩৩ হাজারেরও বেশি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সে ৮১ হাজার ৫শো এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ৪ লাখ ৫২ হাজার শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
এই কার্যক্রমকে সফল করতে প্রায় ২ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype