
আজ থেকে একাদশ শ্রেণির অনলাইন ক্লাস শুরু২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে ক্লাস শুরু হয়েছে।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষা মন্ত্রী দীপু মনি আজ সকালে প্রধান অতিথি হিসেবে অনলাইন ক্লাস এর কার্যক্রম উদ্বোধন করেন।
ঢাকা কলেজে আয়োজিত এই অনুষ্ঠানের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এর আগে দেশের সকল শিক্ষা বোর্ড কলেজকে অনলাইন ক্লাস নেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন।