জুবাইর চট্টগ্রাম।
জন্মশতবার্ষিকী উপলক্ষে আল ফালাহ গলি ছাত্রলীগ,যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচি পালিত হয়েছে। এই উপলক্ষে ৩ অক্টোবর শনিবার নগরীর দুই নম্বর গেইট আল ফালাহ গলি চত্বরে আলোচনা সভা ও বৃক্ষ চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক সফল সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নির্দেশে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।,পরবর্তীতে দুই নম্বর গেইট থেকে আল ফালাহ গলি পর্যন্ত সড়ক সংলগ্ন স্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়। চারা রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মো. তাজ উদ্দিন, সহ
শেখ রাসেল স্মৃতি সংসদের মো.জিসান,রাজু,মাহি, মো. ইভান,মো. সাঈদসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।