আগামী রোববার সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। এই কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামসহ সারাদেশে এ ক্যাম্পেইন পালন করবে স্বাস্থ্য অধিদপ্তর। এ কার্যক্রম চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। উপলক্ষে চট্টগ্রামে সিভিল সার্জন অফিসে গতকাল একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বী সভাপতিত্ব করেন। সভায় জানানো হয় এবছর চট্টগ্রাম জেলায় মোট ৭লাখ ৮৭ হাজার ৩৩৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে এসব কার্যক্রম চলবে। ক্যাম্পেইন চলাকালীন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙ্গের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রমকে সফল করতে সামাজিক দূরত্ব বজায় রেখে উল্লেখ করে প্রায় ২ হাজারের অধিক স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।