চট্টগ্রাম নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে আগামী ৯ই অক্টোবর থেকেই সিজেকেএস কর্তৃক শুরু হবে মুজিব বর্ষ ফুটবল টুর্নামেন্ট। এ উপলক্ষে সিজেকেএস সম্মেলনে কক্ষে গতকাল একটি সভা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের কমিটির সচিব মোঃ শাহজাহান এতে টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন। এ টুর্নামেন্টের চারটি দল অংশগ্রহণ করছে। এছাড়াও গতকাল দলগুলোর ম্যানেজার মনোনীত করা হয়েছে।