প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা বাটনাটলী ইউনিয়নে সাধু পাড়ায় হরি মন্দিরে আজ গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্র উদ্বোধন আলোচনা সভা এবং ধর্মীয়সংগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র ত্রিপুরা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন।
এসময় অনুষ্ঠানে উদ্বোধক ও আশীর্বাদ হিসেবে উপস্থিত ছিলেন লেখক-গবেষক রাষ্ট্রীয় পদকে ভূষিত ত্রিপুরা সনাতনী গীতা সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রভাংশু ত্রিপুরা
প্রধান আলোচক হিসেবে ছিলেন শিক্ষানুরাগী স্বাধীন বাংলাদেশ বেতারের শিল্পী বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক দীনময় রোয়াজা।
এ সময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুদ্দিন,ত্রিপুরা সনাতনী গীতা সংঘের সাধারণ সম্পাদক অর্পণ বিকাশ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক রূপক কুমার ত্রিপুরা, অর্থ সম্পাদক পিন্টূ বিকাশ ত্রিপুরা, স্থানীয় ইউপি সদস্য বুধ লক্ষ্মী ত্রিপুরা,বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, মানিকছড়ি শাখা সভাপতি সুবল চন্দ্র ত্রিপুরাসহ সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ ও এলাকাবাসী।
ত্রিপুরা সনাতনী গীতা সংঘ মানিকছড়ি শাখার সাংগঠনিক সম্পাদক রাজেন্দ্র ত্রিপুরা সঞ্চালনায় অনুষ্ঠানের
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ত্রিপুরা জাতি খুব সহজ-সরল জনগোষ্ঠী ছোট থেকে আমি তাদের সাথে মিশেছি, তাই সম্প্রীতির বন্ধনে একাকার হয়ে নানা ধর্ম আচার মাধ্যমে সমাজ ও জাতিকে এগিয়ে নিতে ধর্মীয় শিক্ষা ও নৈতিক শিক্ষা কে গুরুত্ব দিতে হবে বলে উল্লেখ করে তিনি মানিকছড়ি ত্রিপুরা সনাতনী গীতা সংঘ শাখার কমিটিকে ১০হাজার নগদ অর্থ প্রদান এবং আগামীতে এলাকার মন্দিরসহ নানা অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করার আশ্বাসও প্রদান করেন।
এ সময় অনুষ্ঠানের প্রধান আলোচক তার বক্তব্যে শিক্ষা জাতির মেরুদন্ড উল্লেখ করে সাধারণ শিক্ষা গ্রহণের পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণের মাধ্যমে জাতি সহনশীল সুশৃংখল উন্নত সমৃদ্ধ হবে এ আশা প্রকাশ করেন এবং তিনি যুবসমাজকে মানুষের কল্যাণে সবার ঊর্ধ্বে থেকে কাজ করার আহ্বানও জানান।
এ সময় ত্রিপুরা সনাতনী গীতা সংঘ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ৫০ টি গীতা ও গীতা রাখার রেক শাখা কমিটি নেতৃবৃন্দের হাতে তুলে দেন।
পরে অনুষ্ঠানের উদ্বোধক ত্রিপুরা সনাতনী গীতা সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি সংগঠনের গঠনতন্ত্র করণীয় কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন এবং কমিটিকে চূড়ান্ত অনুমোদন প্রদান করে কমিটির উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধি কামনা করেন।