সোমবার-১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বুদ্ধি প্রতিবন্ধী পাহাড়ি নারীকে গণধর্ষণের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়ি সদর উপজেলার ১ নং গোলাবাড়ি ইউনিয়নে বলপেয়ৌ আদাম গ্রামের নিজ বাড়িতে স্থানীয় একদল বাঙালি যুবকদের কর্তৃক গণধর্ষণের দায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে চট্টগ্রামে চেরাগী পাহাড় মোড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে চট্টগ্রাম চেরাগী পাহাড় মোড়ে পার্বত্য পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা, চট্টগ্রাম মহানগর শাখা, পাহাড়ি শ্রমিক কল্যাণ ফোরাম ব্যানারে যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম শাখার সাংগঠনিক সম্পাদক রুমেল চাকমার সভাপতিত্বে সংহতি জানিয়েছেন পার্বত্য পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য লে ইয়ং ম্রো, শ্রমিক কল্যাণ ফোরামের সাংগঠনিক সম্পাদক জগৎ জ্যোতি চাকমা, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মংখ্যাইনু মারমাসহ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন চাকমা সার্কেল চীফের উপদেষ্টা রানী য়েন । সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামের গুম-খুন লুটপাট জমির দখল ইত্যাদি বৃদ্ধি পাওয়াকে বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করে এসব কর্মকাণ্ডের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে বলে উদ্বেগ প্রকাশ করেন। পরে এ সকল ন্যাক্কারজনক ঘটনায় জড়িত এবং মদদদাতা আশ্রয়-প্রশ্রয়দাতাদের চিহ্নিত করে কঠোর শাস্তি প্রদানের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানান। উল্লেখ্য গত বৃহস্পতিবার আনুমানিক রাত দুইটার দিকে ৯জনের একটি সশস্ত্র বাঙালি সদস্যদের একটি দল পরিকল্পিতভাবে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে ভুক্তভোগী নারীর মা-বাবাকে রশি দিয়ে বেঁধে একটি কক্ষে আটকে রেখে অন্য একটি কক্ষে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে উপযুক্তভাবে গণধর্ষণ করে। ধর্ষণের পরে ঘরে থাকা কিছু স্বর্ণ অলংকার নগদ টাকা ও দামি কিছু মালামাল লুটপাট করে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার পরের দিন থানায় একটি ধর্ষণের মামলা দায়ে করেন এবং জেলা পুলিশ প্রশাসনের একটি দল এলাকা ও ঘটনা পরিদর্শন করে সত্যতা নিশ্চিত করেন এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype