নিজস্ব প্রতিবেদক
চবি উপাচার্যের সাথে আজ ২৭ সেপ্টেম্বর হাটহাজারী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার-এর সাথে উপাচার্যের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এ সময় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মাহবুব হারুন চৌধুরী, প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনার পরিচালক প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, আইন বিভাগের প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রুহুল আমীন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনুস গণি চৌধুরী, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শামীম, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক আলহাজ্ব মঞ্জুরুল আলম চৌধুরী, মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মঞ্জুর হোসাইন চৌধুরী মাসুদ, মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ সালাউদ্দিন, হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ হাসানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাননীয় উপাচার্য মাননীয় সাংসদকে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে স্বাগত ও উষ্ণ অভ্যার্থনা জানান। তিনি বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে মাননীয় সাংসদকে অবহিত করেন। মহান আল্লাহ তায়লার অশেষ রহমতে অচিরেই করোনা মহামারীর এ দুর্যোগ থেকে মুক্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম চালু করার ব্যাপারে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়নসহ সার্বিক উন্নয়নে মাননীয় সাংসদের সুদৃষ্টি কামনা করেন। মাননীয় সাংসদ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা জেনে সন্তোষ প্রকাশ করেন এবং এতদঅঞ্চলের উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাঁর পক্ষ থেকে সকল রকমের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। মাননীয় সাংসদ মাননীয় উপাচার্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কল্যাণ কামনা করেন।