জুবাইর, চট্টগ্রাম
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় অসহায় দুস্থ ও পথ শিশুদের মাঝে মাস্ক ও খাবার বিতরণ করেন চট্টগ্রাম কারাগারের বেসরকারি কারা পরিদর্শক, নগর যুবমহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম উইম্যান চেম্বার অফ কমার্সের পরিচালক মোস্তারী মোর্শেদ স্মৃতি। বাংলাদেশে করোনা সংক্রমণ রোধে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে পথশিশুরা৷ সামাজিক দূরত্ব বজায় রাখা বা মাস্ক ব্যবহারের সঙ্গতি তাদের নেই৷ খাদ্য সংকটেও আছে তারা৷ ২৬ সেপ্টেম্বর শনিবার বেসরকারি কারা পরিদর্শক ও যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক এর ভিন্ন উদ্যোগ। নগরীর সিআরবি এলাকায় পথ শিশুদের মাঝে নিজ হাতে মাস্ক পরিধান সহ খাবার তুলে দেন মোস্তারী মোর্শেদ স্মৃতি। এসময় মোস্তারী মোর্শেদ স্মৃতি বলেন, ভাগ্য বিড়ম্বনার শিকার হয়ে অনেকেই আজ পথ শিশু। আর এই অসহায় পথ শিশুদের পাশে দাঁড়ানোয় আমাদের নৈতিক দায়িত্ব, আমি আমার দায়িত্ববোধ থেকে পথ শিশুদের মাঝে মাস্ক ও খাবার বিতরণ করছি। পথ শিশুদের জন্য সব সময় অব্যাহত থাকবে।