বৃহস্পতিবার-১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৪ই শাবান, ১৪৪৬ হিজরি

গ্রামের কৃতি সন্তানদের মিথ্যা মামলা দেয়ায় আবুরখীলবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলার রাউজান উপজেলাধীন আবুরখীল গ্রামবাসীর উদ্যোগে শত শত মানুষের উপস্থিতিতে ২৭ সেপ্টেম্বর’২০২০ রবিবার বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম জামালখান প্রেস ক্লাবের সামনে ডাকাত প্রবণ তালুকদার কর্তৃক মিথ্যা মামলার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়। কর্মসূচিতে গত ১৫ সেপ্টেম্বর ২০২০ইং তারিখে চট্টগ্রাম মাননীয় সিএমএম আদালতে প্রবণ কুমার তালুকদার কর্তৃক আবুরখীল গ্রামের ১৩জন কৃতি সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ মামলা দায়েরকারী প্রবণ কুমার তালুকদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানানো হয়।বক্তারা বলেন প্রবণ কুমার তালুকদার আবুরখীলের একজন কুলাঙ্গার । গ্রামের সুসন্তানদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ায় গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করেন ।
এই মানববন্ধন কর্মসূচিতে বক্তারা আরো বলেন  প্রবণের এইসব কর্মকান্ডের জন্য আইনের আওতায় এনে তার বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান।
এতে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক এবং স্বাচিপ এর যুগ্ম সচিব অধ্যাপক ডা: উত্তম কুমার বড়ুয়া, আবুরখীল গ্রামের বৌদ্ধ ভিক্ষু সংঘ, রাউজান উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও গন্যমান্য গ্রামবাসী ।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন সর্বজনাব ত্রিদ্বীপ কুমার বড়ুয়া তপু, যুবলীগ নেতা স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান, মিসেস চম্পাকলী বড়ুয়া, বিনয় ভূষণ বড়ুয়া, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান অমিত বিজয় বড়ুয়া, ইউপি সদস্য তাপস কুমার বড়ুয়া, শ্রীমৎ ধর্মপ্রিয় থের, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের চট্টগ্রাম অঞ্চলের সহ সভাপতি স্বদেশ কুসুম চৌধুরী, বাবু নীতেশ বড়ুয়া, বিদ্যুৎ বড়ুয়া, মুক্তিযোদ্ধাদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা দীলিপ বড়ুয়া চুন্টু, অবসপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা রূপায়ন বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা সত্যজিত পালিত, বীর মুক্তিযোদ্ধা ধনঞ্জয় বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা বিমল বড়ুয়া, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম পরিষদ চট্টগ্রাম মহানগর সভাপতি ভি.পি উত্তম কুমার বড়ুয়া, সুজন এর চট্টগ্রাম জেলার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: ইমতিয়াজ আহমেদ, ১২নং উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু দুলাল কান্তি বড়ুয়া দুলু, সাধারণ সম্পাদক জনাব শফিউল আলম প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype