নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ধোপাছড়ি সমিতির ২০২০- ২১ বর্ষে কার্যকরী কমিটির সদস্যদের পরিচিতি সভা গতকাল চট্টগ্রামের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। নতুন ২০২০-২১ সালের এই কমিটিতে মোহাম্মদ আবদুল আলীমকে সভাপতি এবং মোহাম্মদ সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে মোট ৪১ সদস্যদের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সদস্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে আবু ফয়েজ চৌধুরি,সহ- সভাপতি মহিউদ্দিন নেভি, নুরুল আলম, টি এম সেলিম, ছালেহ আহমদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জিয়াউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মূছা আল কাজেম, সাইফুদ্দিন হিরু, রবিউল ইসলাম সিদ্দিকী, আকতার কামাল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন সোহেল ও অর্থ সম্পাদক পদে আকতার উজ্জামান সহ মোট ৪১ সদস্যর একটি কমিটি অনুমোদন দেওয়া হয়। উল্লেখ্য চন্দনাইশ উপজেলার অরাজনৈতিক সামাজিক এ সংগঠন প্রতিষ্ঠিত হয় ২০১৭ সালে। প্রতিষ্ঠার পর থেকে এলাকার জীবনমান উন্নয়নে সমাজে নানা অবহেলিত শ্রেণীর পেশার মানুষের স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা ও সামাজিক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল এ সংগঠনটি। বিশেষ করে মহামারী দুর্যোগ করোনাকালে কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ চক্ষু শিবির মাধ্যমে চিকিৎসা ক্যাম্প স্থাপন ও সাধারণ চিকিৎসা প্রদান বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণসহ সামগ্রিক ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিল এই সংগঠনটি। তাই উপজেলায় এ ধোপাছড়ি সমিতি খুব স্বল্প সময়ের মধ্যে বেশ সুনামের সাথে এগিয়ে চলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।