বৃহস্পতিবার-১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

চন্দনাইশে ধোপাছড়ি সমিতির নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ধোপাছড়ি সমিতির ২০২০- ২১ বর্ষে কার্যকরী কমিটির সদস্যদের পরিচিতি সভা গতকাল চট্টগ্রামের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। নতুন ২০২০-২১ সালের এই কমিটিতে মোহাম্মদ আবদুল আলীমকে সভাপতি এবং মোহাম্মদ সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে মোট ৪১ সদস্যদের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সদস্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে আবু ফয়েজ চৌধুরি,সহ- সভাপতি মহিউদ্দিন নেভি, নুরুল আলম, টি এম সেলিম, ছালেহ আহমদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জিয়াউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মূছা আল কাজেম, সাইফুদ্দিন হিরু, রবিউল ইসলাম সিদ্দিকী, আকতার কামাল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন সোহেল ও অর্থ সম্পাদক পদে আকতার উজ্জামান সহ মোট ৪১ সদস্যর একটি কমিটি অনুমোদন দেওয়া হয়। উল্লেখ্য চন্দনাইশ উপজেলার অরাজনৈতিক সামাজিক এ সংগঠন প্রতিষ্ঠিত হয় ২০১৭ সালে। প্রতিষ্ঠার পর থেকে এলাকার জীবনমান উন্নয়নে সমাজে নানা অবহেলিত শ্রেণীর পেশার মানুষের স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা ও সামাজিক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল এ সংগঠনটি। বিশেষ করে মহামারী দুর্যোগ করোনাকালে কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ চক্ষু শিবির মাধ্যমে চিকিৎসা ক্যাম্প স্থাপন ও সাধারণ চিকিৎসা প্রদান বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণসহ সামগ্রিক ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিল এই সংগঠনটি। তাই উপজেলায় এ ধোপাছড়ি সমিতি খুব স্বল্প সময়ের মধ্যে বেশ সুনামের সাথে এগিয়ে চলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype