মোঃ জুবাইর,চট্টগ্রাম
যারা রাত-দিন পরিশ্রম করে নগরীকে পুত:পবিত্র ও পরিচ্ছন্ন রাখছেন তাদেককে স্যালুট জানাই। পরিচ্ছন্ন বিভাগের পাঁচ হাজার শ্রমিক আমার কন্ঠ এবং আমরই অঙ্গ। সাবেক মেযর এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী চসিক পরিচ্ছন্ন কর্মীদের সেবকের মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদাকে আমি ধরে রাখবো। শ্রমিক কর্মচারীরা মূল্যায়িত হলে আমি কৃতার্থ হবো। দু:খ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজে যারা ইট-বালু-পাথর-সিমেন্ট সরবরাহ করতো তাদের পাওনা পরিশোধ না হওয়ায় তারা নির্মাণ ঠিকাদারদের মালামাল পর্যন্ত দিতে চায় না। এ ব্যাপারে পদক্ষেপ নেবে বলেন প্রশাসক,তিনি বলেন আমি চসিক শ্রমিক কর্মচারীদের বলতে চাই আপনারা শুদ্ধাচারী জীবনযাপন করুন এবং পেশা দারিত্বের ক্ষেত্রে আপনাদের যেন কোন কলঙ্ক স্পর্শ না করে। মতবিনিময় শ্রমিক কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন চসিক শ্রমিক কর্মচারী লীগ সভাপতি ফরিদ আহমদ, জাহেদুল আলম চৌধুরী,মোহাম্মদ ইয়াছিন চৌধুরী প্রমূখ। এছাড়া প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেমসহ শ্রমিক কর্মচারী লীগের অন্যন্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন সিবিএ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।