
উৎপল বড়ুয়া
বৌদ্ধ অনলাইন মূখপত্র ধম্মকথা’র উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী নানুপুর আনন্দধাম বিহারে সম্মিলিত অষ্টবিংশতি বুদ্ধ প্রতিবিম্ব দান, মারবিজয়ী অর্হৎ উপগুপ্ত প্রতিবিম্ব দান ও প্রাণপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা উপলক্ষে অষ্টাবিংশতি বুদ্ধপূজা, সীবলী পূজা, উপগুপ্ত পূজা, অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান গত ১৮ সেপ্টেম্বর নানুপুর গৌতম বিহারের অধ্যক্ষ, অষ্টমগ্রাম ভিক্ষু সমিতির সভাপতি শ্রদ্ধালংকার মহাথেরো সভাপতিত্বে প্রধান অতিথি এল ধর্মরত্ন থেরো, প্রধান ধর্মদেশক ভদন্ত বিজয়ানন্দ স্থবির, অনুষ্ঠানের উদ্বোধন করেন ভদন্ত এইচ জ্ঞাননন্দ ভিক্ষু, বিশেষ অতিথি যথাক্রমে শান্তজ্যোতি ভিক্ষু, কুশলজ্যোতি ভিক্ষু, সত্যজিৎ ভিক্ষু, প্রজ্ঞামিত্র ভিক্ষু, প্রজ্ঞালংকার ভিক্ষু। সম্মানিতা অতিথি ছিলেন ডা. দিবাকর বড়ুয়া, উজ্জ্বল কান্তি বড়ুয়া, কাজল কান্তি বড়ুয়া, তমাল কান্তি বড়ুয়া, উৎফল বড়ুয়া, অসীম বড়ুয়া, অমল বড়ুয়া, কনক বড়ুয়া সুজন বড়ুয়া, আরো বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষক (অব.) বিধান চন্দ্র বড়ুয়া, ধনঞ্জয় বড়ুয়া রুবেল।শেপু বড়ুয়া’র সঞ্চালনায় ধন্যবাদ জ্ঞাপন করেন পলিটন বড়ুয়া।