বুধবার-১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

একাদশ শ্রেণিতে ভর্তির সময় বাড়লো আরও চার দিন

ডেক্স রিপোর্ট
 মহামারী করোনাভাইরাস কোভিড- ১৯ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০২০- ২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সময় একুশে সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো। নতুন ঘোষণা অনুযায়ী আগামী সোমবার পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। এর আগে প্রথম দফায় শিক্ষার্থীদের জন্য ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তির তারিখ নির্ধারিত ছিল। পরে সে সময় আরো দুদিন বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। গতকাল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বাংলাদেশে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তি হতে শিক্ষার্থীদের আপাতত একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে না করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সুবিধামতো সময়ে এসব কাগজপত্র কলেজে জমা দেয়া যাবে। তবে কোটা পাওয়া শিক্ষার্থীদের অবশ্যই কোটা পাওয়ার উপযুক্ত প্রমান সনদ দাখিল করতে হবে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype