প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১২:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২০, ১২:৫০ অপরাহ্ণ
একাদশ শ্রেণিতে ভর্তির সময় বাড়লো আরও চার দিন

ডেক্স রিপোর্ট
মহামারী করোনাভাইরাস কোভিড- ১৯ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০২০- ২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সময় একুশে সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো। নতুন ঘোষণা অনুযায়ী আগামী সোমবার পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। এর আগে প্রথম দফায় শিক্ষার্থীদের জন্য ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তির তারিখ নির্ধারিত ছিল। পরে সে সময় আরো দুদিন বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। গতকাল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বাংলাদেশে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তি হতে শিক্ষার্থীদের আপাতত একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে না করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সুবিধামতো সময়ে এসব কাগজপত্র কলেজে জমা দেয়া যাবে। তবে কোটা পাওয়া শিক্ষার্থীদের অবশ্যই কোটা পাওয়ার উপযুক্ত প্রমান সনদ দাখিল করতে হবে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: itihass71@gmail.com, মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.