মঙ্গলবার-১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সরকারের নানামুখী পদক্ষেপের কারণে বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে

ডেক্স রিপোর্ট
 বিভিন্ন দেশ থেকে জরুরি ভিত্তিতে আমদানি কার্যক্রম পরিচালনা করায় এর প্রভাব বাজারে পড়েছে বলে গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে আরও বলা হয় অল্প সময়ের মধ্যে পর্যাপ্ত পেঁয়াজ দেশে পৌঁছাবে। এক মাসের মধ্যে পেঁয়াজের বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে একই সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ দেশব্যাপী স্থানীয় প্রশাসনের নেতৃত্বে বাজার অভিযান জোরদার করা হয়েছে বলে জানান। এদিকে চট্টগ্রামে সমুদ্র বন্দর দিয়ে ৬টি দেশ থেকে ৪৮ হাজার ৫৬ মেট্রিক টন পেঁয়াজ দেশে আসছে। গত ১৫ দিনের ৬টি দেশ থেকে এই পরিমাণ পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে চট্টগ্রাম বন্দর। এর ফলে বাজারে পেঁয়াজের সরবরাহ কিছুটা বেড়েছে এবং ক্রেতার চাপ কম থাকায় ধীরে ধীরে দাম কমছে বলে উল্লেখ করা হয়। এছাড়াও চট্টগ্রামে এবং সারাদেশে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি দিনেও এ কার্যক্রম পরিচালনা করবে। চট্টগ্রাম আঞ্চলিক প্রধান জামালউদ্দিন আহমেদ জানিয়েছেন চট্টগ্রামে আজ থেকেই বিভিন্ন অলিগলিতে পেঁয়াজ বিক্রি করা হবে। একজন ক্রেতা ৩০টাকায় সর্বোচ্চ ১ কেজি করে পেঁয়াজ ক্রয় করতে পারবে। এছাড়াও টিসিবি গাড়ি মাধ্যমে চট্টগ্রামে চিনি মসুর ডাল তেল লবনও বিক্রি করবে বলে জানান।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype