মানিকছড়ি প্রতিনিধি
বিশিষ্ট সনাতনী চিন্তাবিদ মানবসেবী চট্টলরত্ন শ্রীযুত অদুল কান্তি চৌধুরী মহাশয়ের বিশেষ প্রেরণা ও দিক নির্দেশনায়
“গীতার আলো,সর্বত্র জ্বালো।”
এই মূল স্লোগানকে সামনে রেখে আজ মানিকছড়ি উপজেলার বাটনাতলী গিরাচন্দ্র পাড়া(টিলা পাড়া)
শ্রী শ্রী হরি মন্দিরে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে অত্র উপজেলার সর্বস্তরের ত্রিপুরা সমাজের প্রতিনিধিদের নিয়ে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন শ্রী অনন্ত কুমার ত্রিপুরা,কার্বারী।বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্রী ত্রিপন জয় ত্রিপুরা,সাধারণ সম্পাদক শ্রী অর্পণ বিকাশ ত্রিপুরা,সাংগঠনিক সম্পাদক শ্রী রূপক ত্রিপুরা,অর্থ সম্পাদক শ্রী পিন্টু বিকাশ ত্রিপুরা,বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ অত্র উপজেলা শাখার সভাপতি শ্রী সুবল চন্দ্র ত্রিপুরা প্রমুখ। আলোচনা শেষে সকলের সম্মতিক্রমে সাত(০৭)সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও উনিশ(১৯) সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
#উপদেষ্টা পরিষদের নামের তালিকাঃ
১।শ্রীমৎ উপানন্দ ব্রহ্মচারী মহারাজ।
২।শ্রী অনন্ত কুমার ত্রিপুরা,কার্বারী।
৩।শ্রী সুবল চন্দ্র ত্রিপুরা,সভাপতি,বাত্রিকস,মানিকছড়ি শাখা।
৪।শ্রী বোধ লক্ষী ত্রিপুরা,ইউপি সদস্য,যোগ্যছোলা ইউপি।
৫।শ্রী ইন্দ্র কুমার ত্রিপুরা,প্রাক্তন ইউপি সদস্য
৬।শ্রী শ্যাম কুমার ত্রিপুরা, প্রাক্তন ইউপি সদস্য
৭।শ্রী পবরাম ত্রিপুরা।
#কার্যনির্বাহী কমিটির তালিকাঃ
১।সভাপতিঃ- শ্রী রবীন্দ্র ত্রিপুরা,শিক্ষক
২।সহ-সভাপতিঃ- শ্রী বরেন্দ্র ত্রিপুরা,কার্বারী
৩।সহ-সভাপতিঃ- শ্রী মানিক ত্রিপুরা,শিক্ষক
৪।সাধারণ সম্পাঃ- শ্রী দেহেন্দ্র ত্রিপুরা,শিক্ষক
৫।সহ-সাধাঃসম্পাঃ- শ্রী নির্মল ত্রিপুরা
৬।সাংগঠনিক সম্পাঃ-শ্রী রাজেন্দ্র ত্রিপুরা(সাধু পাড়া)
৭।সহ-সাংগঠনিক সম্পাঃ- শ্রী মানিক ত্রিপুরা(ভুদং)
৮।অর্থ সম্পাদকঃ- শ্রী জীবন ত্রিপুরা(গাড়িটানা)
৯।সহ-অর্থ সম্পাঃ- শ্রী বিমল ত্রিপুরা(গাড়িটানা)
১০।ধর্ম ও প্রচার সম্পাঃশ্রী বিনু ত্রিপুরা(তিনঘরিয়া)
১১।সদস্যঃ- শ্রী রাজেন্দ্র ত্রিপুরা (ভুদং)
১২। সদস্যঃ- শ্রী রঞ্জন ত্রিপুরা(টিলা পাড়া)
১৩।সদস্যঃ- শ্রী মৃদুল কান্তি ত্রিপুরা(সাধু পাড়া)
১৪।সদস্যঃ- শ্রী স্বপন কান্তি ত্রিপুরা(ভুদং)
১৫।সদস্যঃ- শ্রী উজ্জ্বল ত্রিপুরা(ভুদং)
১৬।সদস্যঃ- শ্রী সুরিমোহন ত্রিপুরা(টিলা পাড়া)
১৭।সদস্যঃ- শ্রী হেমন্ত ত্রিপুরা(সাধু পাড়া)
১৮।সদস্যঃ- শ্রী চিরঞ্জয় ত্রিপুরা(ভুদং)
১৯।সদস্যঃ- শ্রী মোহন ত্রিপুরা(টিলা পাড়া)