শুক্রবার-৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ-২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ-৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিজিবি রামগড়ে দূর্গম এলাকায় ২শতাধিক রোগীকে ফ্রি সেবা প্রদান করলেন

 খাগড়াছড়ির রামগড় সীমান্তবর্তী ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোনের ব্যবস্থাপনায় অসহায় ও হত-দরিদ্র রোগীদের মাঝে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেন। ৩০ জুলাই (শনিবার) সকাল ১১টায় রামগড় ব্যাটালিয়ন- জোন এর আওতাধীন লাচারীপাড়া বিজিবি ক্যাম্প সংলগ্ন লাচারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বিজিবি।

৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান, পিএসসি উক্ত মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন। এতে ৪৩ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মনিরুজ্জামানসহ বিজিবি’র পদস্থ কর্মকর্তা ও ১নং ইউপি মেম্বার চুথোয়াই মগ, স্কুলের শিক্ষকসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দান করেন, গুইমারা বিজিবি সেক্টরের বিশেষজ্ঞ ডাক্তার মেজর ডা: উম্মে হাবিবা ও মেজর ডা: সরকার রুশতী আজিজ সহ তার সহযোগীরা।

এতে দূর্গম এলাকা থেকে পাহাড়ী- বাঙ্গালীদের মধ্যে প্রায় দুই শতাধিক দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। উদ্বোধনী শেষে বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সীমান্তরক্ষার পাশাপাশি এলাকায় চোরাচালান রোধ ও কল্যাণকর কাজে জনসাধারণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে এই সেবা দেয়া সহ এ ক্যাম্পইন অব্যাহত রয়েছে।

এদিকে নিজ এলাকায় বিনামূল্যে সেবা পেয়ে রোগীরাও বেশ খুশি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype