চট্টগ্রামস্থ রংপুর বিভাগের ০৮টি জেলার অধিবাসিগণের মাঝে ভ্রাতিত্ব ও সম্প্রতির বন্ধন স্থাপনের লক্ষ্যে রংপুর বিভাগ সমিতি, চট্টগ্রাম গঠন করা হয়। ২৯ জুলাই, ২০২২ শুক্রবার নগরীর দেওয়ান হাট পারভীন ভবনের ৫ম তলায় প্রকৌশলী
মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট কলেজের সাবেক অধ্যক্ষ ও লিডার্স স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কর্ণেল (অব) আবু নাসের মো: তোহা, এবং সাধারণ সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের সহ: নির্বাহী কর্মকর্তা ও রোটারী ইন্টারন্যাশনাল, বাংলাদেশ-৩২৮২ এর এসিস্ট্যান্ড গভর্ণর রোটারিয়ান মো: শাহীন আলম সরকার মনোনীত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে ডিরেক্টর ইনভেন্টরী কন্ট্রোল প্রকৌ. মো: আনোয়ারুল ইসলাম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ও গাইবান্ধা জেলা সমিতি, চট্টগ্রাম’র সভাপতি প্রকৌ. মো: মিজানুর রহমান সরকার, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লি: এর ডিজিএম প্রকৌ. হাসান সোহরাব, ব্যবস্থাপক প্রকৌ. মো: মিজানুর রহমান, মৎস্য অধিদপ্তরের সি.সহ.পরিচালক কৃষিবিদ মো: মিজানুর রহমান, এভারকেয়ার হাসপাতালের ডিজিএম ও আইটি হেড জনাব আব্দুল্লাহ আল মাহমুদ, চট্টগ্রাম ওয়াসার সহ. প্রকৌশলী মো: আবু বক্কর সিদ্দিক, সহকারী অধ্যপক জনাব মো: তহসীন আলী, বাংলাদেশ রেলওয়ের সহ. সরঞ্জাম নিয়ন্ত্রক জনাব মো: আলমগীর কবির,চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবি এডভোকেট মো: তোফাজুল হোসেন, এডভোকেট মো: রেজাউল করিম, এলপি গ্যাস লি; এর জনাব আবু বক্কর সিদ্দিক, এসআর পার্সেলের ব্যবস্থাপক জনাব মো: রাসেল মিয়া, সাইফ পাওয়ার টেকের প্রকৌশলী মো: শামীম উল মোমীন, শান শিন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ এর প্রকৌ.
মো: আব্দুল কাদের , বিএসআর এম এর মো: দুলাল মিয়া, সেফ হোম কন্ট্রাকশন এর এমডি জনাব মো: তৌহিদুল ইসলাম, ব্যাক্সিমকোর ব্যবস্থাপক জনাব মো: রোকনুজ্জামান, অপরাজেয় বাংলাদেশ, চট্টগ্রাম এর ইনচার্জ জিনাত আরা
বেগম, জনাব মো; আব্দুস সালাম, নবাব হোটেলের প্রোপ্রাইটর জনাব মো:মিজানুর রহমান, ইফকো কমপ্রেক্স এর ব্যবস্থাপক জনাব মো: শহিদুল ইসলাম, জনাব মো: হৃদয়, জনাব মো: চাঁদ মিয়া বসুনিয়া মিলন, ইতিহাস ৭১ টিভি এর প্রকাশক ও সম্পাদক প্রকৌ. জয়িতা বড়ুয়া, নির্বাহী সম্পাদক, জনাব রতন বড়ুয়া, জনাব কাজী ইয়াসির ইমন প্রমুখ।
এসপ্তাহের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা ও কর্মপরিকল্পনা নির্ধারনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।