
চট্টগ্রামে বঙ্গবন্ধু শিশু কিশোর সাংস্কৃতিক চর্চার আয়োজনে পুরস্কার বিতরন ও আলোচনা সভায় অভিবাভকদের উদ্যেশ্যে ইতিহাস৭১.টিভি ও নাগরিক দর্পনের প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা বলেছেন সন্তানদের লেখাপড়ার পাশাপাশি সুস্থ সংস্কৃতির চর্চায় নজর দেয়ার অনুরোধ জানিয়েছেন । তিনি বলেন আজকের শিশুরাই আগামীর ভবিষ্যত । সুস্থ সংস্কৃতির মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠন করা যায় । তাই শিশু কিশোরদের মানসিক বিনোদনের প্রধান মাধ্যম এই সাংস্কৃতি কর্মকান্ড ।
শুক্রবার বিকাল ৪ঘটিকায় নগরীর আন্দরকিল্লাস্থ কেবি আবদুল আজিজ মিলনায়তনে বঙ্গবন্ধু শিশু কিশোর সাংস্কৃতিক চর্চার আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিহাস৭১.টিভি ও নাগরিক দর্পনের প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শিশু কিশোর সাংস্কৃতিক চর্চার প্রতিষ্ঠাতা মহাসচিব পংকজ রায় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এর সভাপতি হাসান মুরাদ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস৭১ এর নির্বাহী সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া দৈনিক সাংঙ্গু পত্রিকার বিজ্ঞাপন প্রতিনিধি সাথী কার্তিক । শুভেচ্ছা বক্তব্য রেশমী আক্তার,,হারাধন নাহা বাসু,, আবুল হাসেম,,দিলিপ সেন গুপ্ত,, মাসুদ রানা,, সংগীত বিচারক রুবেল চৌধুরী,, নৃত্য বিচারক পূজা মল্লিক,, আবৃত্তি বিচারক স্বপ্না জিমি,, সংস্কৃতি কর্মী নৃত্যশিল্পী রিয়া রুদ্র সুরাঙ্গন বিদ্যাপীঠ একাডেমীর পরিচালক হিল্লোল দাশ সুমন ।
উপস্থিত ছিলেন মোহাম্মদ আজজু, মোহাম্মদ ফয়সাল , মনছুর আলম রনি, আমিনুল ইসলাম আমিন, ফয়সাল বাদশা ।