আনিসুল ইসলাম রুবেল
আজ জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালরাতে সেনাবাহিনীর কিছু বিপথগামী সেনা সদস্য বঙ্গবন্ধুকে ধানমন্ডির বাসভবনে সপরিবারে হত্যা করে। এ সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান। দেশে করোনা মহামারী পরিস্থিতিতেও জাতীয় শোক দিবসকে সামনে রেখে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিস্তারিত কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে দেশের সকল সরকারি আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ দেশের সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান বিশেষ প্রার্থনা। এদিকে বন্দরনগরী চট্টগ্রামেও যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয। বঙ্গবন্ধু পরিষদ বায়েজিদ বোস্তামী থানা কমিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী এ উপলক্ষে বিকাল ৩’টা হতে পাঁচলাইশ নয়াহাটস্থ শাহ বখতেয়ার খাঁ জামে মসজিদ কমপ্লেক্সে পবিত্র খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদে আছর অক্সিজেনস্থ বঙ্গবন্ধু এভিনিউতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা বায়েজিদ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,পরিষদের উপদেষ্টা মুক্তিযোদ্ধা দৌলত হোসেন, থানা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক মোঃ মনজুরুল আলম, যুবলীগ নেতা আ,স,ম,মঈনুল ইসলাম মনি, বঙ্গবন্ধু পরিষদ যুগ্ম আহ্বায়ক মনিউর রহমান মনির,যুবলীগ নেতা মোঃ ওসমান গনি,মোঃ মুসা সোহেল,মোশাররফ হোসেন,ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন,যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃএরশাদ,পরিষদের যুগ্ম আহ্বায়ক এস, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা,আমাদের আলোকিত সমাজ এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, বঙ্গবন্ধু সৈনিকলীগ চট্টগ্রাম মহানগর এর সহ সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক চৌধুরী, এম,মনিরুল ইসলাম জুয়েল,মোহাম্মদ ইসমাইল জুয়েল,আব্দুল কাইয়ুম,এম,আর,মোস্তফা মনসুর, সাংবাদিক মোঃ আনিছুল ইসলাম রুবেল, মোঃ হোসেন বাবলু,খান বাহাদুর বাবলু, জামাল উদ্দিন মানিক সহ বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ।