নিজস্ব প্রতিবেদক
আজ জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালরাতে সেনাবাহিনীর কিছু বিপথগামী সেনা সদস্য বঙ্গবন্ধুকে ধানমন্ডির বাসভবনে সপরিবারে হত্যা করে। এ সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান। দেশে করোনা মহামারী পরিস্থিতিতেও স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ইতিহাস৭১ টিভির উদ্যোগে চট্টগ্রামের বায়েজিদ থানার বঙ্গবন্ধু এভিনিউতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় ইতিহাস৭১ টিভির দিলু বড়ুয়া, ইতিহাস৭১ টিভি সম্পাদক ও প্রকাশক ত্রিপন জয় ত্রিপুরা, নির্বাহী সম্পাদক রতন বড়ুয়া, বিনোদন সম্পাদক টিটু বড়ুয়া, বার্তা সম্পাদক রঞ্জন রকেট বড়ুয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।