রাউজান উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেনের ১০০ পিপিই প্রদান।
নিজস্ব প্রতিবেদক ঃ
————————————————————-
কোভিড-১৯, করোনাভাইরাসে মৃত ব্যাক্তিদের দাফন কাফন করার জন্য ১০০ (একশত) পিপিই প্রদান করে এক অন্যোন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাউজান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সাবেক জেলা ছাত্রলীগ নেতা শওকত হোসেন ।
তিনি গতকাল লাশ দাফন টিমের প্রধান সমন্বয়ক রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের হাতে আনুষ্ঠানিক ভাবে এই পিপিই হস্থান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি ক্রীড়াবিদ সুমন দে, আওয়ামীলীগ নেতা আক্তার চৌধুরী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, যুবলীগ নেতা সাবের হোসেন ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।একজন মানবতাবাদী শওকত হোসেনের পিপিই প্রদানকে দেশ প্রেমিক করোনা যোদ্ধা হিসাবে উল্লেখ করেছেন লাশ দাফন টিমের প্রধান সমন্বয়ক রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। তিনি বলেন, অনেকের টাকা পয়সা আছে, কিন্ত মানবিকতা নেই। শওকত হোসেন বিপদকালে বন্ধুর ভূমিকায় নিদারুণ মানবিকতার পরিচয় দিয়েছেন।