মঙ্গলবার-১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিএমপি কমিশনারের উদ্যোগে সিটি ব্যাংক থেকে হাই ফ্লু নাসাল ক্যানুলা পেল জেনারেল হাসপাতাল…

ডেস্ক নিউজ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম এর আন্তরিক প্রচেষ্টায় সিটি ব্যাংক কর্তৃপক্ষের নিকট থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল একটি হাই ফ্লু নাসাল ক্যানুলা পেল। আজ ( ১৬ জুন,২০২০) দুপুর ১:৩০ সিটি ব্যাংক চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সার জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ( মেডিসিন) ডাঃ আব্দুর রবের নিকট উল্লিখিত হাই ফ্লু নাসাল ক্যানুলা সেটটি প্রদান করেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে কোভিড-১৯ রোগীদের অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে এই ক্যানোলা সেটটি ব্যবহৃত হবে।
চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের
চিকিৎসার জন্য ডেডিকেটেড হাসপাতাল –
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কোভিড ১৯ রোগীদের চাপ বেড়ে যাওয়ায় অক্সিজেন সরবরাহের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। বিষয়টির গভীরতা উপলব্ধি করে সিএমপি কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম সিটি ব্যাংক কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে একটি হাই ফ্লু নাসাল ক্যানুলা সেট প্রদান করার জন্য অনুরোধ করেন। তাঁর অনুরোধে সাড়া দিয়ে আজ সিটি ব্যাংক কর্তৃপক্ষ উল্লেখিত হাই ফ্লু ক্যানোলা সেটটি জেনারেল হাসপাতাল কে প্রদান করেন।
এরূপ মানবিক সহায়তার জন্য সিটি ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন সিএমপি কমিশনার ।

★জনসংযোগ শাখা, সিএমপি ১৬ জুন ২০২০★

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype