
আজ ১৩ জুলাই বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম শ্রেষ্ঠ ধমীয় উৎসব আষাঢ়ী পূর্ণিমা তিথি।বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার পরই শ্রেষ্ঠ হলো আষাঢ়ী পূর্ণিমা।বিশ্ববৌদ্ধগণ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় এই আষাঢ়ী পূর্ণিমা উৎসব পালন করে থাকেন । বাংলাদেশেও প্রতিটি বিহারে বিহারে এই উৎসব পালন করে থাকে।
এ উপলক্ষে ইতিহাস৭১.টিভির প্রকাশক ও সম্পাদক এবং জোবরা মিলন পুর্নিমা ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা জাতি , ধর্ম , বর্ণ নির্বিশেষে সকলকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়েছেন ।
তিনি বলেন মহামতি গৌতম বুদ্ধ সকল প্রানীর সুখ কামনা করে বলেছিলেন জগতের সকল প্রানী সুখী হোক ।