সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাজাপাকসেকে আশ্রয় না নিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ভবনের সামনে বিক্ষোভ করেছে শ্রীলঙ্কার প্রবাসীরা

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে আশ্রয় না নিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ভবনের সামনে বিক্ষোভ করেছে শ্রীলঙ্কার প্রবাসীরা। মালদ্বীপের একটি টিভি চ্যানেলের প্রধানের বরাতে শ্রীলঙ্কার স্থানীয় গণমাধ্যম ডেইলি মিরর এই খবর প্রকাশ করেছে।

মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে একটি সামরিক বিমানে মালদ্বীপ পালিয়ে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দেশটিতে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে জনগণের তীব্র বিক্ষোভের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি।
এর আগে গত রবিবার পদত্যাগের সিদ্ধান্ত জানান প্রেসিডেন্ট গোতাবায়া। তার পদত্যাগ আজ থেকে কার্যকর হচ্ছে।

এদিকে প্রেসিডেন্ট দেশের বাইরে থাকায় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া দেশ ছেড়ে পালানোর ঘটনায় দেশটির জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, গোতাবায়া পালানোয় তারা খুশি। আবার কেউ বলছেন, গোতাবায়ার রাজাপাকসেদের কারাগারে থাকা উচিত।

বিক্ষোভকারী জি পি নিমাল ৪৩ দিন ধরে মাঠে রয়েছেন। গোতাবায়া দেশ ছেড়ে পালানোয় তিনি ক্ষুব্ধ। গোতাবায়ার পালানো সম্পর্কে নিমাল বলেন, আমরা এটা পছন্দ করিনি। আমরা তাকে দেশে রাখতে চাই। আমরা আমাদের টাকা ফেরত চাই! নিমাল আরও বলেন, আমরা রাজাপাকসেদের একটি উন্মুক্ত কারাগারে রাখতে চাই, যেখানে তারা কৃষিকাজ করতে পারেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype