
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান তুমি হে পিতা —- মুজিবর রহমান।
অসভ্য এক জাতিকে দিয়ে গেলে স্বাধীনতার ঘ্রাণ বিনিময়ে বাঙালি তোমায় করলো অপমান তুমি হে বাঙালির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৯৪৮ এ নিজ হাতে সংগঠিত করলে ছাত্রলীগ নামক দামাল সন্তানদের সংগঠন !! যাদের হাতে মায়ের মুখের ভাষা ছিনিয়ে আনা ৬২,৬৬, ৬৯ এর গনঅভ্যুত্থান আর মহান মুক্তিযুদ্ধের ইতিহাস রয়েছে অম্লান হে মুজিবর শ্রেষ্ঠ সন্তান।
এক ক্রান্তি লগ্নে যুদ্ধ বিধস্ত মানচিত্র হাতে নিয়ে গেয়ে গেলে কত শত শ্রমজীবি, পেশাজিবীর গান !! তুমি আজো রয়েছ জীবনানন্দের লেখা কবিতার চরন হয়ে, প্রতিটি বাঙালির হৃদয়ে করে নিয়েছ আজ স্থান তুমি হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ধানমন্ডি ৩২ আজও সাক্ষী দেবে ১৫ই আগস্ট কিভাবে নির্মম বুলেটের আঘাতে জর্জরিত করে বেঈমান এই জাতি প্রমান করেছিল তারা ঐ পাকিস্তানের গোলাম !! হে পিতা মুজিবর রহমান।
ক্ষমা করো হে জাতির পিতা ক্ষমা করো হে জাতির শ্রেষ্ঠ সন্তান পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত করে দিয়ে গেলে মোদের ১৫ই আগষ্টের মতো অপমান তুমি হে পিতা শেখ মুজিবর রহমান।
ষড়যন্ত্রের জাল আজও বুনে যায় সেই জারজ সন্তানের দল, রচনা করেছিল ২১ ই আগস্ট ধানমন্ডি ৩২ এর মতন !! সেই দিন প্রানে বেঁচে যায় বঙ্গকন্যা —– ষোল কোটি বাঙালির কৃপায় যদিও হারাতে হয়েছিল আইভি রহমানের মতো কত শতজন প্রাণ তুমি হে বাঙালির রক্ত শেখ মুজিবর রহমান।
যত বার হত্যা করে তোমায় ততবারই জন্মাও তুমি নতুন কোন বেশে, নতুন কোন আন্দোলন, নতুন কোন বিপ্লবী মনে !! তুমি জাতির শ্রেষ্ঠ আন্দোলন, শ্রেষ্ঠ বিপ্লব আজ বিশ্ববাসীর মনে।
ক্ষমা করো হে জাতির পিতা ক্ষমা করো হে জাতির শ্রেষ্ঠ সন্তান তোমাকে দিতে পারেনি এই অধম জাতি বিশ্বের কাছে সম্মান।
লেখক- চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক ।